অনুশীলনে যোগ দিলেন বাটলারের বিদ্রোহী ফুটবলাররা
স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল, ২০২৫, 11:04 PM

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল, ২০২৫, 11:04 PM

অনুশীলনে যোগ দিলেন বাটলারের বিদ্রোহী ফুটবলাররা
বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করা ১৩ নারী ফুটবলার অনুশীলনে যোগ দিয়েছেন। আবাহনী মাঠে মঙ্গলবার সকাল ৬টায় শুরু হওয়া অনুশীলনে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া অন্য ফুটবলারদের সঙ্গে বাটলারকে বিদ্রোহ করা ফুটবলাররাও যোগ দেন।
সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা ভুটানের নারী লিগ খেলতে গেছেন। তহুরা খাতুন পারিবারিক কারণে এখনো ছুটিতে। এছাড়া আন্দোলন করা বাকি ১৩ জনই আজ বাটলারের অধীনে অনুশীলন করেছেন। আবাহনী মাঠে আজ এক ঘন্টা মিনিট দশেকের মধ্যে অনুশীলন হয়েছে।
বৃটিশ কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব চলছিল। নেপালের কাঠমান্ডুতে সেই দূরত্ব চরমে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনারা কোচ বাটলারকে গ্রহণ করতে পারেননি। তাদের সঙ্গে আলোচনা ও সমস্যার সমাধান না করেই ফেডারেশন বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে। পুনরায় বাটলার দায়িত্ব পালনে জানুয়ারির শেষ সপ্তাহে এলে ১৮ নারী ফুটবলার বয়কট করেন এবং বাটলারের কোচ থাকলে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। বাটলার নানা মন্তব্য করতে থাকেন।
১৮ ফুটবলার ছাড়াই বাটলার তরুণ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যায়। দুই ম্যাচই বাংলাদেশ পরাজিত হয়। ফেডারেশন কর্তারা দুই পক্ষকে দফায় দফায় বোঝান। সেই প্রেক্ষিতে দুই মাস পর সোমবার পুনরায় ক্যাম্প শুরু হলে বিদ্রোহী খেলোয়াড় ও কোচ দুই পক্ষ প্রথমবার আলোচনার টেবিলে বসে। এতে কোচ আগের সব ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ জানান। খেলোয়াড়েরা খানিকটা নমনীয় হন। আজ অনুশীলনে যোগ দেন।
জুনের শেষ সপ্তাহে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ের লক্ষ্যে গত পরশু থেকে ক্যাম্প শুরু হয়েছে। সোমবার শুধু জিম সেশন ছিল। এতে বিদ্রোহী ফুটবলাররা অংশ নেননি। দুপুরে আলোচনার পর আজ সকাল থেকে অনুশীলন করছেন। বিদ্রোহী ফুটবলারদের অতীত ভুলে অনুশীলনে যোগ দিয়েছেন কোচ বাটলার সেটা কত ভুলে তাঁর চুড়ান্ত দলে কয়জন রাখেন সেটাই দেখার বিষয়।