ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমতলীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৪,  4:47 PM

news image
ছবি : প্রতিনিধি

আমতলীতে সড়ক ও জনপথের জমি দখল করে একে স্কুল থেকে নতুন বাজার চৌরাস্তা মোর পর্যন্ত  গড়ে তোলা আড়াই শতাধিক অভৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৮মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, আমতলী সরকারী একে হাইস্কুল চত্তর থেকে নতুন বাজার চৌরাস্তা মোর পর্যন্ত  শত শত ব্যসায়ীরা সড়ক ও জনপথের নির্মিত মহাসড়কের ফুট পাত দখল করে টিনের ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া আবার কিছু প্রভাবশালী মহল এসকল জমি দখল করে  ঘর ভাড়া দিয়ে অবৈধ আয়ের পথ খুলে বসেছিল। দীর্ঘদিন ধরে এসকল প্রভাবশালীদের অবৈধ স্থাপনা সড়ানোর জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভা নির্দেশ দিলেও তা কার্যকর না করায় শনিবার সকাল ৯টা থেকে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান এবং আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসানের নেতৃত্বে পুলিশ এবং পৌরকর্মচারীদের সহযোগিতায়  আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখনো যে সকল অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়া হয়নি তা আগামী ২-৩ দিনের মধ্যে সড়িয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী সড়কের পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন, সড়ক ও জনপথের ফুটপাত হলো মানুষের ব্যবহারের জন্য। এই জায়গা দখল করে এক শ্রেনির প্রভাবশালী মহল দখল করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং  মানুষকে কষ্ট দিচ্ছে। সড়কের জমি দখল করে যারা ঘড় তুলেছেন তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এখনো যে সকল অবৈধ দখলদার রয়েছে তাদেরকেও উচ্ছেদ করা হবে। 

এইচ এম /

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন