আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড
নিজস্ব প্রতিনিধি
১৬ মে, ২০২৪, 6:56 PM
নিজস্ব প্রতিনিধি
১৬ মে, ২০২৪, 6:56 PM
আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড
আমতলী উপজেলার পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘণেল দায়ে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হাওলাদারকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাকে এ অর্থদন্ড করেছেন।
জানাগেছে, আগামী ৫ জুন আমতলী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলতাফ হাওলাদার দুই শতাধিক মানুষ নিয়ে আমতলী পৌর শহরে গণ সংযোগ করছিল। এতে আচরণ বিধি লঙ্ঘণের দায়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাকে এ অর্থদন্ড করেছেন।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এইচ এম