ঢাকা ১০ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
আমতলীতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ। ব্যবস্থা নিচ্ছে না প্রকৌশলী! আমতলীতে ১২ লক্ষ টাকা ও ৬৫ গ্রাম স্বর্ণালংঙ্কার উদ্ধার। ভন্ড দরবেশ ফারুক গ্রেপ্তার। আমতলীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার সংগ্রহ করবে সরকার ‘কৃষ ৪’ নিয়ে আসছেন হৃতিক রোশন খেজুরের রস খাওয়ার আগে যেসব বিষয় লক্ষ রাখতে হবে পলাশে গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বরগুনায় তাবলীগ জামাতের বিক্ষোভ ও মিছিল বরগুনায় দুর্যোগ বিষয়ক কর্মশালা বরগুনা প্রেসক্লাবের নির্বাচন

আমতলীতে কেনা দামে পন্য বিক্রি

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২৪,  6:00 PM

news image
আমতলীতে কেনা দামে পন্য বিক্রি

যতোটুকু প্রয়োজন ততোটাই কিনি, বাজারে সংকট তৈরি না করি।এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাজারের সিন্ডিকেটের প্রতিবাদে বিনা লাভের দোকান পরিচালনা করা হয়েছে।

বরগুনার আমতলীতে ইয়থ ফর বাংলাদেশ উদ্যোগে কেনা দামে পন্য বিক্রি করেন সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার বাদঘাট চৌরাস্তা, বটতলা, এঁকে স্কুল, কালিবাড়ী রোড সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কেনা দামে পন্য বিক্রি করা হয়।

ইয়থ ফর বাংলাদেশ এর আমতলী উপজেলার সমন্বয়ক জানান বাজারের সিন্ডিকেট ব্যাবসার প্রতিবাদে পরিক্ষামূলক আমতলীতে প্রথম দিনের মতো কার্যক্রম চালাই এবং এতেই ক্রেতাদের ব্যাপক সারা পায়। ক্রেতারা ও তাদের সাধ্যের ভেতর পন্য কিনতে পেরে আনন্দিত।

ইয়থ ফর বাংলাদেশ এর বরগুনা জেলা সমন্বয়ক মোঃ আশ্রাফুল ইসলাম শুভ বলেন, সারাদেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ইউথ ফর বাংলাদেশ সারাদেশের ন্যায় বরগুনাও দামে ক্রয় সে দামে বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছে। আমরা সরাসরি পন্য কিনে ভোক্তার কাছে কেনা দামে বিক্রি করছি। বাজারের সিন্ডিকেট না শেষ হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন