আমতলীতে চার বাড়ীতে ডাকাতি।
নিজস্ব প্রতিনিধি
১০ আগস্ট, ২০২৪, 7:00 PM
নিজস্ব প্রতিনিধি
১০ আগস্ট, ২০২৪, 7:00 PM
আমতলীতে চার বাড়ীতে ডাকাতি।
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামের চার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণাংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।
জানাগেছে, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পরে বিএনপি নেতাকর্মী ও কিছু দুস্কৃতিকারী উপজেলার বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামের কাদের খাঁনের বাড়ীতে ১৫-২০ জনের মুখোশধারী একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ওই ঘরের সকলকে জিম্মি করে নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘর ডাকাতি শেষে তার ছোট ভাই জাকির খানের ঘর ডাকাতি করে। ওই ঘর থেকে এক লক্ষ টাকা নিয়ে যায়। এরপর পার্শ্ববতী সোহেল হাওলাদার বাড়ী ডাকাতি চালায়। ওই ঘরে থাকা ৭৫ হাজার টাকা এবং দের ভরি স্বর্নালংকার এবং তার ভাই খলিল হাওলাদারের ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ডাকাতির শিকার জাকির খাঁন বলেন, গভীর রাতে মুখোশধারী ১৫-২০ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।