আমতলীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
০১ অক্টোবর, ২০২৪, 3:52 PM
নিজস্ব প্রতিনিধি
০১ অক্টোবর, ২০২৪, 3:52 PM
আমতলীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন
বরগুনার আমতলীতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় আমতলী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মানিকঝুড়ি বাজার সংলগ্ন মোহাম্মদপুর মহমুদিয়া মাদরাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমতলী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।
জামায়াতে ইসলামী আমতলী পৌর শাখার সেক্রেটারী মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন, উপজেলা সেক্রেটারি শিক্ষাবিদ মোঃ আব্দুল মালেক, বরগুনা পৌরসভার সহ:সেক্রেটারি মো: জহিরুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, হলদিয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোঃ কবির হোসাইন সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, বরগুনা বারের যুগ্ন সম্পাদক এ্যাড. মো: ইসাহাক বাচ্চু, ঢাকা বারের আইনজীবী এ্যাড. মো: জহির উদ্দিন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আতিকুর রহমান বাচ্চু, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন সেক্রেটারি মোঃ ফোরকান মিয়া সহ চার শতাধিক কর্মী ও সহযোগী ব্যক্তি বর্গ ।
প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন তার বক্তব্যে বলেন, কোন মাহফিলের আয়োজনের পূর্ব মুহূর্তে যদি কোন প্রশাসনের মিটিং এর প্রয়োজন না হয় তাহলে ভবিষ্যতে পূজা উদযাপনের পূর্বেও কোন প্রশাসনের মিটিং প্রয়োজন হবে না। আমরা এরকম একটা দেশ গড়তে চাই যেখানে সবাই যার যার ধর্মীয় অনুষ্ঠান নির্দ্বিধায় পালন করবে। কোন ভীতির সঞ্চার থাকবে না।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় আল্লাহর এই জমিনে আল্লার রাজ কায়েম করবে, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করে, প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, দুবেলা খেতে পারে, নিরাপদে চলতে পারে, নিজের জীবনকে কুরআনের বিধান অনুযায় প্রতিষ্ঠিত করে জান্নাত পেতে পারে।