আমতলীতে দুদকের আয়োজনে সভা ও শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি
২৯ অক্টোবর, ২০২৪, 6:16 PM
নিজস্ব প্রতিনিধি
২৯ অক্টোবর, ২০২৪, 6:16 PM
আমতলীতে দুদকের আয়োজনে সভা ও শিক্ষা উপকরণ বিতরণ
বরগুনার আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ সময়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে “রুখবো দুর্নীতি গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ” স্লোগান নিয়ে দুর্নীতি বিরোধী সচেতনতা মূলক মতবিনিময় সভা করা হয়।
দুদকের আয়োজনে চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন পটুয়ালী-বরগুনা সমন্বিত কার্যালয়ের সহকারী উপপরিচালক খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহমেদ, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, আমতলী দুনীর্তি প্রতিরোধ কমিটির সদস্য সুপ্রিয়া সুইটি, সাংবাদিক নাসরিন শিপু। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাসস’র বরগুনা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল।
সভাশেষে দুদকের পক্ষ থেকে ১শ শিক্ষার্থীকে ব্যাগ, ছাতা, খাতা, কলমদানি, স্কেল, পানির পট, টিফিনবক্স, জ্যামিতিবক্স বিতরণ করা হয়েছে।
শেষে দুদক পরিচালিত বিদ্যালয়ের ‘সততা সংঘ’র কার্যক্রম ও ‘সততা স্টোর’ পরিদর্শন করা হয়।