আমতলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দফা দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
০২ অক্টোবর, ২০২৪, 6:31 PM
নিজস্ব প্রতিনিধি
০২ অক্টোবর, ২০২৪, 6:31 PM
আমতলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দফা দাবিতে মানববন্ধন
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সমন্বয় কমিটির আহবায়ক মো. জাকির হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রবিউল আলম ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সহকারি শিক্ষক আবুল কালাম, মো. লোকমান হাকিম, রাসেল, মো. বশির উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিলি প্রদান করা হয় ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।
বক্তারা বলেন, অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস একজন কোমল হৃদয়ের মানুষ, আশা করি তিনি আমাদের এ দাবী অবিলম্বে পূরণ করবেন।