আমতলীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৪, 9:51 PM
নিজস্ব প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৪, 9:51 PM
আমতলীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরগুনার আমতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে আমতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম টারজান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, আমতলী উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান আকন, আমতলী উপজেলা যুবদলের ১ নং সদস্য ও সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদার, আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান রিজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নু আহ্বায়ক এস এম আরিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহিন আকন সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।