ঢাকা ১৪ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুশীলনে যোগ দিলেন বাটলারের বিদ্রোহী ফুটবলাররা সারাদেশে সরকারি ফার্মেসি চালু হচ্ছে: কম দামে ওষুধ পাবে সাধারণ মানুষ বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত তালতলীতে নয়াদিগন্ত সাংবাদিকসহ ৩ সাংবাদিকের উপর হামলা

আমতলীতে ৯০০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ। ভালো ফলন পাওয়ার আশা।

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৫,  6:40 PM

news image
আমতলীতে ৯০০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ। ভালো ফলন পাওয়ার আশা।

আমতলী উপজেলায় ৯’শ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা ভালো ফসল পাবেন বলে আশা করছেন।  

জানাগেছে, আমতলী উপজেলার ৪ হাজার ৫’শ হেক্টর জমিতে এ বছর তরমুজ চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে ৯’শ হেক্টর জমিতে  আগাম  তরমুজ চাষ করা হয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় চাষিরা পলিব্যগে তরমুজ চারা উৎপাদন করেছে। ওই চারা  জমিতে রোপন করেছেন। ইতিমধ্যে চারার ডগায় ফুল ধরেছে। আগামী এক মাসের মধ্যে গাছে তরমুজের ফলন আসবে বলেন জানান কৃষকরা। অপর দিকে আমন ধান কাটা শেষ হওয়ায় চাষিরা তরমুজ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

শনিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, গুলিশাখালী চর, কুকুয়া, আজিমপুর, আঠারোগাছিয়া ও সোনাখালী গ্রামে চাষিরা আগাম তরমুজ চাষ করছেন। তরমুজ গাছের ডগায় ফুল ধরেছে।  কৃষকরা গাছের যত্ন নিচ্ছে। পরিমানমত পানি ও কীটনাশক দিচ্ছেন।

পশ্চিম সোনখালী চাষি খোকন খাঁন বলেন, দের মাস আগে পলিথিনে উৎপাদন করা তরমুজ চারা জমিতে রোপন করেছি। আগামী এক মাসের মধ্যে ওই গাছের তরমুজ কাটা যাবে।

কুকুয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের তরমুজ চাষি মনির হাওলাদার ও জলিল আকন বলেন, আগাম তরমুজ চাষ করেছি। গাছ ভালোই হয়েছে। ধারনা করা হচ্ছে ভালো ফলন আসবে।

গুলিশাখালী চরে তরমুজ চাষী বাবুল মাস্টার বলেন, ২০ একর জমিতে তরমুজ চাষ করেছি। গাছ ভালোই বেড়েছে এবং ফুল ধরেছে। আশা করি ভালো ফলন হবে। 

আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ ঈছা বলেন, এ বছর উপজেলায় ৪ হাজার ৫’শ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। এ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, ৯’শ হেক্টর জমিতে চাষিরা আগাম তরমুজ চাষ করেছেন। ওই গাছ বেশ ভালোই হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বেশ ভালো ফসল পাবে কৃষকরা।     


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন