আমার উচ্চতা কাজে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল: মৌসুমী হামিদ
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৪, 11:32 PM
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৪, 11:32 PM
আমার উচ্চতা কাজে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল: মৌসুমী হামিদ
কখনো কী শুনেছেন, পূর্ণ বয়স্ক কোনো মানুষের আচমকা উচ্চতা বেড়ে গেছে? ২০২১ সালে নাকি এমনটাই ঘটে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে। আর তারপর থেকেই তার কাজ পেতে অসুবিধা হয়। ডুবে যান অবসাদে।
কিন্তু হঠাৎ কেন এমনটা ঘটেছিল? সে বিষয়েই জানালেন অভিনেত্রী- ২০১৮ সালে আচমকাই কাজ কমতে শুরু করে বলে জানান মৌসুমী। তিনি জানান, ‘সেই সময় যে শিল্পীদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, তারা অনেকেই আমাকে আর সহ-অভিনেত্রী হিসেবে চাইছেন না। তখন এসব নিয়ে কিছু ভাবিনি।
ভেবেছি, কাজ জানলে কাজ আসবে। কিন্তু এখানেই আমি ভুল করি। কখনো কারো কাছে কাজ চাইনি, দলেও যাইনি’। অভিনেত্রী বলেন, ‘২০২১ সালে নাকি আমার উচ্চতা হঠাৎ করেই বেড়ে গেল। সবাই বলতে লাগলো, তোমার উচ্চতা বেশি কাজে নেওয়া যাবে না। আমার উচ্চতাই নাকি সবার কাছে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল। আমি ডিপ্রেশনে চলে যাই। এটা একটা কঠিন সময় ছিল। নিজের ওপর ঘৃণা জন্মে যায় যে, আমি কেন এত লম্বা।
অসহায় হয়ে পড়ি। অবসাদে ডুবে যাই। পরে ধীরে ধীরে বুঝতে পারি যে, আমাকে কাজে নেবে না বলেই এসব বলা হতো। কাউকে বিশ্বাস করতে পারতাম না। অন্ধকারে ডুবে যাই’। তবে সেই কঠিন সময়টা কাটিয়ে উঠেছেন মৌসুমী হামিদ। জানিয়েছেন, তার এখন যেটা ভালো লাগে সেটাই করেন।
একটা সময় বাংলাদেশের প্রবাদপ্রতিম অভিনেতা যেমন- অপূর্ব, মোশারফ করিম, নিশোদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। সদ্যই মুক্তি পেয়েছে মৌসুমীর নতুন সিনেমা নয়া মানুষ। সোহেল রানা বোয়াতি সিনেমাটি পরিচালনা করেছেন।