ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসরাইলকে গোপনে মারণাস্ত্র দিচ্ছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন, ২০২৪,  6:03 PM

news image

ভারত গোপনে ইসরাইলকে মারণাস্ত্র দিচ্ছে বলে প্রমাণ মিলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভারত থেকে ‘বোরকুম’ নামের এক জাহাজে বিস্ফোরক বোঝাই করা হয়েছিল এবং জাহাজটি ইসরাইলের আসোদ বন্দরে যাওয়ার কথা ছিল। এই বন্দরটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। তবে জাহাজটির মালিক জার্মানির এমএলবির এক কর্মকর্তা জাহাজে বিস্ফোরক বোঝাইয়ের দাবি অস্বীকার করেছেন।

চলতি বছরের ১৫ মে। স্পেনের উপকূলের কাছাকাছি দাঁড়িয়েছিল পণ্যবাহী জাহাজ ‘বোরকুম’। সে সময় স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন অসংখ্য বিক্ষোভকারী। ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের দাবি ছিল, যেন জাহাজটিতে তল্লাশি চালানো হয়। কেননা তাদের আশঙ্কা জাহাজটি ইসরাইলে অস্ত্র নিয়ে যাবে। ঠিক সেই সময়ই ইউরোপিয়ান পার্লামেন্টের ডানপন্থি সদস্যরা স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সান্তেজের কাছে চিঠি পাঠান। তারা অনুরোধ জানান জাহাজটিকে যেন বন্দরে ভিড়তে না দেওয়া হয়। কারণ এটি ট্রানজিটের মাধ্যমে ইসরাইলে অস্ত্র নিয়ে যাবে। স্পেনের সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই ‘বোরকুম’ নামের সেই জাহাজটি সেখান থেকে সরে যায়। এটি সেøাভেনিয়ার বন্দর কোপারের দিকে অগ্রসর হয়। জাহাজটি স্পেনের বন্দরে না ভেড়ার পর এক রাজনীতিবিদ জানান, তাদের ধারণাই ঠিক ছিল। ওই জাহাজটি অস্ত্র পরিবহন করছিল।

আলজাজিরা মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী জানতে পেরেছে, গত ২ এপ্রিল চেন্নাইয়ে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয়। লোহিত সাগর এড়িয়ে এটি আফ্রিকা ঘুরে যায়। কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুথিরা ইসরাইলগামী জাহাজে হামলা চালায়।

আলজাজিরা এ-সংক্রান্ত কিছু নথি পেয়েছে। সেসব নথির তথ্য অনুযায়ী ‘বোরকুম’ নামের জাহাজটিতে ছিল ২০ টন রকেট ইঞ্জিন, ১২ দশমিক ৫ টন বিস্ফোরকসহ রকেট, ১ হাজার ৫০০ কেজি বিস্ফোরক দ্রব্য এবং কামানের ৭৪০ কেজি চার্জস এবং প্রপেলান্টস। সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই ইসরাইল এবং ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা আইএমআইয়ের নামও উচ্চারণ না করেন।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন