ঢাকা ০৮ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন তালতলীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকে মাহির ইঙ্গিতপূর্ণ পোস্ট বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান আমাদের লক্ষ ৩০০ আসনে প্রার্থী দেওয়া: সারজিস প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার বিক্ষোভে উত্তাল তুরস্ক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ঐতিহাসিক দলিল সেন্সর পেল শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

#

অনলাইন ডেস্ক

০২ অক্টোবর, ২০২৪,  2:42 AM

news image

ইসরাইল মঙ্গলবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে জানিয়েে ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় মিডিয়া। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠনের  বিরুদ্ধে ইসরাইলি অভিযানের পর সর্বশেষ এ ঘটনা ঘটেছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, 'কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।'

এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে যে ইরান  ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর বলেছে যে গত সপ্তাহে ইসরাইলের হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে হত্যার পাশাপাশি তেহরানে বোমা হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ মারা যাওয়ার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, সমস্ত ফ্লাইট ডাইভার্ট করে ইসরাইলি আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরান এবং ইসরাইলের মধ্যে হওয়ায় ইরাক ও জর্দানের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।

এএফপি সংবাদদাতা জানান, ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে ইসরাইলের দিকে যাওয়ার সময় জর্দানের রাজধানী আম্মানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরাইলের মিত্ররা তাদের বাধা দিতে চেয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে পেন্টাগন প্রধান লয়েড অস্টিনের সাথে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেন। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

গত বর ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলের ওপর হামলার জেরে এ অঞ্চল জুড়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলে ইতোমধ্যেই গাজা যুদ্ধে আকৃষ্ট হয়েছে। তবে তেহরান মূলত তার আঞ্চলিক শত্রুর ওপর সরাসরি আক্রমণ থেকে বিরত ছিল।

মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে সৈন্যরা ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে দক্ষিণ লেবাননে 'লক্ষ্যযুক্ত স্থল অভিযান' শুরু করেছে। তবে কর্মকর্তারা অপারেশনের মাত্রা বা এর সময়সীমার বিশদ বিবরণ দেননি।

এক সপ্তাহ ধরে লেবাননে ইসরাইলি বিমান হামলায় ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী নেতা হাসান নসরুল্লাহসহ কয়েক শতাধিক নিহত  হওয়ার প্রেক্ষাপটে উত্তেজনা প্রশমনের আহ্বান সত্ত্বেও  ইসরাইল লেবসননে স্থল আক্রমণ শুরু করে।

ইরান বলেছে, নসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরাইলের 'ধ্বংস' ডেকে আনবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে যে তেহরান ইসরাইলের মোকাবেলায় কোনো সেনা মোতায়েন করবে না।

পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র তার বাহিনী সম্প্রসাণ করছে। বাসস


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন