এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়ন ইরান
অনলাইন ডেস্ক
০৭ মে, ২০২৪, 11:21 PM
অনলাইন ডেস্ক
০৭ মে, ২০২৪, 11:21 PM
এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়ন ইরান
লেবাননকে রোববার ২-০ গোলে হারিয়ে ৫ম এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরান।
থাইল্যান্ডের রোই এটের বান নং ইয়া মা কমিউনিটি স্কুল কোর্টে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইরানের আমির আলি গালেহনোই/হাবিব আকবরজাদে লেবাননের হাদি এল চাবিব/জাদ আবি কারামকে ২১-১২, ২১-১২ গেমে পরাজিত করেন।
সেমিফাইনালে ইরান অস্ট্রেলিয়ার দ্বিতীয় বাছা কিলিয়ান ডোনোভান/জেট রকার-গ্রাহামকে হারিয়েছে।
ইরান গ্রুপ সি-তে ভিয়েতনাম ১, অস্ট্রেলিয়া ২ এবং থাইল্যান্ড ৩ এর বিরুদ্ধে জয়লাভ করে এবং হংকং ২ এবং নিউজিল্যান্ড ২-কে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
মোট ৩২টি এশিয়ান দল এই ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: তেহরান টাইমস