কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমান উদ্ধার
অনলাইন ডেস্ক
১০ মে, ২০২৪, 12:14 AM
অনলাইন ডেস্ক
১০ মে, ২০২৪, 12:14 AM
কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমান উদ্ধার
বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটিকে উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান।
বিধ্বস্ত হওয়ার পর থেকেই যুদ্ধবিমানটির অবস্থান শনাক্তের কাজ চলছিল। অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল দুই পদ্ধতি ব্যবহার করেই খোঁজ করা হয় বিমানটি। যুদ্ধ বিমানটি উদ্ধার করে তীরের দিকে নিয়ে আসা হচ্ছে।
এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। আকাশ থেকে বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায়। এরপর বেলা ১১টা থেকে বিমানটি উদ্ধারে তৎপরতা শুরু করে নৌবাহিনী।
মূলত যুদ্ধবিমানটি কী কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে, এটিতে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল এ ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিষয়টি জানায়।