ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাল নেই তবুও হচ্ছে পাঁচ কপাটের স্লুইজ, বন্ধের দাবীতে মানববন্ধন।

#

নিজস্ব প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  5:57 PM

news image
খাল নেই তবুও হচ্ছে পাঁচ কপাটের স্লুইজ, বন্ধের দাবীতে মানববন্ধন।

খাল নেই,কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড লোচা মরা খালে পাঁচ কপাটের স্লুইজের টেন্ডার করেছে। লোচা খালে স্লুইজের গেট নির্মাণ করা হলে অন্তত ওই এলাকার অন্তত পাঁচ শতাধিক পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। দ্রুত স্লুইজ গেট অনাত্র সরিয়ে নির্মাণের দাবী জানিয়েছেন তারা। এ স্লুইজের নির্মাণ কাজ বন্ধের দাবীতে সোমবার সকালে লোচা গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অন্তত পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, লোচা খালে স্লুইজ নির্মাণের প্রয়োজন নেই। ওই স্লুইজ অনাত্র সরিয়ে নেয়ার জন্য বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি। 

জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার মধ্য দিয়ে লোচা খাল। ওই খালের একাংশে অন্তত এক’শ বছর আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। বাঁধ নির্মাণ করায় খাল ভরাট হয়ে গেছে। ওই খালের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পরিবার বাসাবাড়ী নির্মাণ করে বসবাস করছেন। ওই খালের তেমন চিহৃ নেই। কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড ওই খালে পাঁচ কপাটের স্লুইজ নির্মাণের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। অল্প দিনের মধ্যে স্লুইজে নির্মাণ কাজ শুরু হবে। স্থানীয়দের অভিযোগ লোচা খালের এলাকার মানুষের সঙ্গে কোন আলোচনা না করেই বরগুনা পানি উন্নয়ন বোর্ড পাঁচ কপাটের স্লুইজ নির্মাণ কাজের প্রাক্কলন তৈরি করে টেন্ডার দিয়েছেন। তাদের আরো অভিযোগ শত বছর আগে খাল ভরাট হয়ে গেছে। খালের মধ্যে অন্তত পাচ শতাধিক পরিবার বাস বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। দ্রুত এ খালের স্লুইজ নির্মাণ বন্ধ করে পার্শবতী উৎসীতলা প্রবাহমান খালে পাঁচ কপাটের স্লুইজ নির্মাণের দাবী জানিয়েছেন তারা।  লোচা মরা খালের স্লুইজ গেট নির্মাণ বন্ধের দাবীতে সোমবার লোচাগ্রামে এলাকাবাসী মানববন্ধন করেছেন। কাউন্সিলর জিএম মুছার সভাপতিত্বে ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ফখর উদ্দিন ফকু, নাশির উদ্দিন হাওলাদার, মোঃ আউয়াল গাজী, শিউলী বেগম, মোসাঃ বেগম ও রেনু আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০০ বছর আগে লোচা খালের মাথায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে পানি  উন্নয়ন বোর্ড। এরপর থেকে ওই খাল ভরাট হয়ে গেছে। খালের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পরিবার বাসাবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। ওই খালের ১০০ গজ দুরে উৎসীতলা প্রবাহমান খাল রয়েছে।  ওই খালে এক কপাটের স্লুইজ রয়েছে।  লোচা খালে স্লুইজ নির্মাণ বন্ধ  ও উৎসীতলা খাল সংস্কারের দাবী জানিয়েছেন তারা। 

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন