ঢাকা ২৫ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত‌্যুফাঁদ তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরগুনায় ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট উদ্বার, ২ জনের কারাদন্ড ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা বালান পুরুষরা কেন আগে প্রেমে পড়ে? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য ইসলামের দৃষ্টিতে প্রতিবাদ করাও ইবাদত তিন দশক পর ট্যারিফ বাড়ল চট্টগ্রাম বন্দরে, খরচ বাড়বে ব্যবসায়ীদের বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশালের রাষ্ট্রীয় যাত্রীবাহী বিমান আল-জাজিরার অনুসন্ধান ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

গতি বাড়ছে অর্থনীতিতে, জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৪৮ শতাংশ

#

অনলাইন ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৫,  10:36 PM

news image

টানা তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির ধীরগতির পর অবশেষে কিছুটা গতি ফিরে এসেছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর মেয়াদে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ।

এর আগে রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার আন্দোলন এবং ব্যবসা-বাণিজ্যের মন্থর পরিস্থিতির প্রভাবে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি নেমে এসেছিল মাত্র ১ দশমিক ৮১ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দ্বিতীয় প্রান্তিকের জিডিপি পরিসংখ্যান প্রকাশ করে বিবিএস জানায়, কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে শিল্প খাত, যার হার ৭ দশমিক ১০ শতাংশ। সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ। তবে কৃষি খাতে প্রবৃদ্ধি ছিল সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ২৫ শতাংশ।

পরিসংখ্যানে আরও দেখা যায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্থির মূল্যে মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৭৫ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে। আগের প্রান্তিকে এই অঙ্ক ছিল ৮ লাখ ৪ হাজার ৯৪২ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে অতিরিক্ত প্রায় ৮২ হাজার কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে অর্থনীতিতে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি স্থিতিশীল হওয়া এবং কিছু খাতে কার্যক্রম বাড়ায় অর্থনীতির চাকা কিছুটা সচল হয়েছে। তবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষি ও সেবা খাতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন