গুজরাটে গেমিং জোনে আগুন, নিহত ২০
অনলাইন ডেস্ক
২৫ মে, ২০২৪, 10:09 PM
অনলাইন ডেস্ক
২৫ মে, ২০২৪, 10:09 PM
গুজরাটে গেমিং জোনে আগুন, নিহত ২০
ভারতের গুজরাটে গেমিং জোনে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্যটির রাজকোটে এই দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত ছিলেন। তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকজুড়ে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, সেখানে পৌঁছেছে পুলিশ এবং দমকলবাহিনী। সংবাদসংস্থা এএনআইকে উদ্ধারকারীরা জানিয়েছে, গেমিং জোনের ভিতরে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ প্যাটেল জানিয়েছেন, তিনি পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন। পুলিশ এবং দমকলবাহিনীর প্রধানের সঙ্গে তার কথাও হয়েছে।
অন্য দিকে রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ জানিয়েছেন, ‘রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা আগুন নেভানোর পরেই জানা যাবে। দমকলবাহিনী একই সঙ্গে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’’