ঢাকা ১৭ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুশীলনে যোগ দিলেন বাটলারের বিদ্রোহী ফুটবলাররা সারাদেশে সরকারি ফার্মেসি চালু হচ্ছে: কম দামে ওষুধ পাবে সাধারণ মানুষ বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত তালতলীতে নয়াদিগন্ত সাংবাদিকসহ ৩ সাংবাদিকের উপর হামলা

চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২৪,  6:59 PM

news image
সংবাদ সম্মেলনে লাইলি বেগম

বিশ হাজার টাকা চাঁদা না দিলে এক বিধবাকে জসিম কাজী প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ডালাচারা গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন। 

লিখিত বক্তব্যে বিধবা লাইলি বেগম বলেন, আমার ছেলে বেল্লাল ভেকু মেশিন চালায়। ওই মেশিন চালিয়ে আমার সংসার পরিচালনা করতে হয়। এ ভেকু মেশিন চালাতে হলে স্থানীয় কাদের কাজীর ছেলে সন্ত্রাসী  জসিম কাজী আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি এ চাঁদা টাকা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয় জসিম কাজী আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তার ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না। তিনি আরো বলেন, জসিম কাজী এলাকায় চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাকে চাঁদা না দিলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানী করে। সন্ত্রাসী জসিম কাজী হাত থেকে রক্ষায় তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন।

এ বিষয়ে জসিম কাজী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তবে প্রাণ নাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।     এইচ এম/

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন