ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২৪,  6:59 PM

news image
সংবাদ সম্মেলনে লাইলি বেগম

বিশ হাজার টাকা চাঁদা না দিলে এক বিধবাকে জসিম কাজী প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ডালাচারা গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন। 

লিখিত বক্তব্যে বিধবা লাইলি বেগম বলেন, আমার ছেলে বেল্লাল ভেকু মেশিন চালায়। ওই মেশিন চালিয়ে আমার সংসার পরিচালনা করতে হয়। এ ভেকু মেশিন চালাতে হলে স্থানীয় কাদের কাজীর ছেলে সন্ত্রাসী  জসিম কাজী আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি এ চাঁদা টাকা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয় জসিম কাজী আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তার ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না। তিনি আরো বলেন, জসিম কাজী এলাকায় চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাকে চাঁদা না দিলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানী করে। সন্ত্রাসী জসিম কাজী হাত থেকে রক্ষায় তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন।

এ বিষয়ে জসিম কাজী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তবে প্রাণ নাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।     এইচ এম/

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন