জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
০৬ মে, ২০২৪, 1:04 AM
অনলাইন ডেস্ক
০৬ মে, ২০২৪, 1:04 AM
জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারালো বাংলাদেশ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখলো টাইগাররা। রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামজুল হোসেন শান্তর দল। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। তবে তানজিদ ইনিংসটি লম্বা করতে পারেননি। দলীয় ৪১ রানে ব্যক্তিগত ১৮ রানে এন্দলোভুর বলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ আউট হন তিনি। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি অধিনায়ক শান্তও। ১৫ বলে ১৬ রান করে লুক জঙ্গুয়ের বলে ক্যাচ আউট হন তিনি।
স্কোরবোর্ডে আর ১ রান যোগ করতেই জঙ্গুয়ের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার লিটন। আউট হওয়ার আগে ২৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এরপর রান তুলতে থাকেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। জাকের ১৩ রানে ফিরলে তাওহিদকে সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষ দিকে তাওহিদ ২৫ বলে সর্বোচ্চ ৩৭ রান ও রিয়াদের ১৬ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানেই ৫ উইকেট হারিয়ে খাদে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলেন জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেট। জোনাথন ২৪ বলে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন। এছাড়া বেনেট ২৯ বলে অপরাজিত ৪৪, জয়লর্ড গাম্বি ১৭ ও ক্রাইগ এরভিন ১৩ রানের ইনিংস ভর করে ১৩৮ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।