ঢাকা ০৮ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন তালতলীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকে মাহির ইঙ্গিতপূর্ণ পোস্ট বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান আমাদের লক্ষ ৩০০ আসনে প্রার্থী দেওয়া: সারজিস প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার বিক্ষোভে উত্তাল তুরস্ক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ঐতিহাসিক দলিল সেন্সর পেল শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’

তালতলীতে অটোরিকশার চাপায় শিশু নিহত

#

উপজেলা সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৫,  10:45 PM

news image

বরগুনার তালতলীতে অটোরিক্সায় করে মাদ্রাসায় যাচ্ছিল হাবিবা (৬)। মাদ্রাসার সামনে পৌছালে পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় হাবিবা।

রবিবার(১৬ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার টিএন্ডটি-নিউপাড়া সড়কের মোমেসে পাড়া নামক স্থনে এ দুর্ঘটনাটি ঘটে। হাবিবা উপজেলার নাওভাঙ্গা এলাকার সালাম মুন্সীর মেয়ে ও আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার ১ম জামাতে লেখাপাড়া করেন।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের নাওভাঙ্গা নিজ বাড়ি থেকে হাবিবাসহ ৪ জন একটি অটোরিকশা করে মাদ্রাসায় আসেন। মাদ্রাসার সামনে পৌঁছালে হাবিবা ছাড়া বাকি তিনজন রাস্তা পার হয়ে মাদ্রাসা গেটের ভেতরে চলে যায়। এসময়  হাবিবাকে পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশার চাপ দিয়ে যায়।এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয় হাবিবা। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।পরে হাসপাতালে লিখিত দিয়ে নিহতের লাশ বাড়িতে নিয়ে যায় পরিবার।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো.শাহজালাল বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন