ঢাকা ২৫ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত‌্যুফাঁদ তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরগুনায় ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট উদ্বার, ২ জনের কারাদন্ড ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা বালান পুরুষরা কেন আগে প্রেমে পড়ে? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য ইসলামের দৃষ্টিতে প্রতিবাদ করাও ইবাদত তিন দশক পর ট্যারিফ বাড়ল চট্টগ্রাম বন্দরে, খরচ বাড়বে ব্যবসায়ীদের বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশালের রাষ্ট্রীয় যাত্রীবাহী বিমান আল-জাজিরার অনুসন্ধান ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

তালতলীতে অবৈধ বালু উত্তোলন জরিমানা

#

উপজেলা সংবাদদাতা

২৫ মে, ২০২৪,  10:12 PM

news image
প্রতিকী ছবি

বরগুনার তালতলী উপজেলা প্রশাসনের সাথে করা চুক্তির শর্ত ভঙ্গ করে বঙ্গোপসাগরের পায়রা নদীর মোহনায় নিদ্রা খালের গোরা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবদুস সালাম নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বালু উত্তোলনের চুক্তিনামা বাতিল করা হয়েছে।

শনিবার (২৫ মে) উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ অর্থদণ্ড ও চুক্তিনামা বাতিল করেন।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করার জন্য স্থানীয় বালু ব্যবসায়ী আবদুস সালামের সাথে চুক্তি হয় প্রশাসনের। চুক্তিতে সরকারি ইজারাকৃত বালু মহল থেকে বালু উত্তোলন করে মাঠ ভরাটের কথা থাকলেও শর্ত ভঙ্গ করে নিদ্রা খালের মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ ওঠে বালু ব্যবসায়ী আবদুস সালামের বিরুদ্ধে।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় বালু ব্যবসায়ী আবদুস সালাম তার অপরাধ স্বীকার করায় তাকে 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী নগদ ৬০ হাজার টাকা অর্থদণ্ড ও বালু উত্তোলনের  চুক্তিনামা বাতিল করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সিফাত আনোয়ার তুমপা জানান, এই বালু ব্যবসায়ীর সাথে যেসব চুক্তিতে বালু নেওয়ার কথা রয়েছে সে চুক্তি শর্ত ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে তার বালু উত্তোলনের চুক্তিপত্র বাতিল করা হয়েছে।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন