ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালতলীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় হামলা,মেরিন ফিসারিজ কর্মকর্তা ও পুলিশ সদস্য আহত।

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২৪,  7:20 PM

news image
তালতলীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় হামলা,মেরিন ফিসারিজ কর্মকর্তা ও পুলিশ সদস্য আহত।

পায়রা নদীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় জেলেরা তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান ও পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান এমন অভিযোগ করেছে। এতে মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান ও আরিফ হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার জয়ালভাঙ্গা এলাকায়।  

জানাগেছে, ইলিশ সম্পদ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মধ্য রাত পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ শিকার, আহরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। শনিবার রাতে তালতলী উপজেলার জলায়ভাঙ্গা এলাকায় ইলিয়াস চৌকিদার, কামাল চৌকিদার ও আনোয়ার হাওলাদারসহ ২০-২৫ জন সঙ্গবদ্ধ জেলে পায়রা নদীতে ইলিশ শিকারে জাল ফেলে। খবর পেয়ে তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মেহেদী হাসান ও পুলিশ সদস্যরা অভিযানে নামে। তাদের জাল তুলতে দেখে জেলেরা তীর থেকে তাদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করে। এতে উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মেহেদী হাসান ও আরিফ হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে নৌবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা নদী থেকে চারটি বেহেন্তি জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা। 

তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, নদীতে অভিযান চালাতে গেলে জয়ালভাঙ্গা এলাকায় ২০-২৫ জন জেলের একটি সঙ্গবদ্ধ দল তীর থেকে আমাদের ট্রলারে ইট নিক্ষেপ করে। এতে আমি ও এক পুলিশ সদস্য আহত হয়েছে।

তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, তদন্ত শেষে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তালতলী থানার ওসি মোঃ কালাম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমা বলেন, পুলিশ ও নৌবাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরো বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। 


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন