ঢাকা ১৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

তালতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৪,  8:19 PM

news image
তালতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘণেল দায়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজবি উল কবির জোমাদ্দারের সমর্থক নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়াকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রবিবার সন্ধায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত তাকে এ অর্থদন্ড করেছেন।

জানাগেছে, আগামী ৫ জুন চতুর্থ ধাপে তালতলী  উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজবি উল কবির জোমাদ্দারের সমর্থক তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়া পাচ শতাধিক মানুষ নিয়ে নলবুনিয়া গ্রামে শোডাউন করছিল । এতে আচরণ বিধি লঙ্ঘণের দায়ে তালতলী উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত তাকে অর্থদন্ড করেছেন। 

স্হানীয়রা বলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজবি উল কবির জোমাদ্দারের নেতাকর্মীরা আচরণ বিধির তোয়াক্কা না করে বিভিন্ন এলাকায় আচরণ বিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করে আসছে। এরই ধারাবাহিকতায় নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের সমর্থক কামরুজ্জামান বাচ্চু মিয়া পাঁচ শতাধিক মানুষ নিয়ে নলবুনিয়া গ্রামে শোডাউন করছিল। এতে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি)  অমিত দত্ত ঘটনাস্থলে গিয়ে শোডাউন দেখতে পায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত দত্ত চেয়ারম্যান বাচ্চুকে  উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেন। 

উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অমিত দত্ত বলেন, নির্বাচনী  আচরণ বিধি লঙ্ঘণের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে  পঞ্চাশ হাজার  টাকা অর্থদন্ড করা হয়েছে। 

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা অর্থদন্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়াকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি আরো বলেন, কোন প্রার্থী বা তাদের সমর্থকরা আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন