ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালতলীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৪,  3:16 PM

news image
তালতলীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ

বরগুনার তালতলীতে ছাত্রদল ও যুবদলের নেতাদের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ।

মঙ্গলবার (২৭ আগষ্ট) তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাইফুর রহমান সাগর। 

অভিযুক্ত নেতারা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন, ও উপজেলা যুবদলের সদস্য রাজু মৃধা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা শহরের মডেল মসজিদে পাশে একটি দোকানে দীর্ঘদিন ধরে পুরাতন লোহা ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছেন ভুক্তভোগী সাইফুর রহমান সাগর নামে এক ব্যবসায়ী। সরকার পতনের পর গত ৭ আগষ্ট কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন, ও উপজেলা যুবদলের সদস্য রাজু মৃধার নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০-১১ লাখ টাকা। পরে অভিযুক্ত নেতারা ব্যবসায়ীকে ১ লাখ টাকা দিয়ে বলেন আর কোন টাকা পাবি না। এছাড়াও তাদের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তিনি। 

এবিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সভাপতির ফোন বন্ধ পাওয়া জায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজীব বলেন, আমি এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে ইউনো অথবা নৌবাহিনী কাছে অভিযোগ দেওয়ার আগে আমার কাছে অভিযোগ দিলে আমি সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতাম। এখোনও যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে ব্যাবস্থা গ্রহণ করবো। 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি তারা নৌবাহিনীর কাছেও একটা অভিযোগ দিয়েছে।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন