তালতলীতে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি
০৩ জুলাই, ২০২৪, 9:07 PM
নিজস্ব প্রতিনিধি
০৩ জুলাই, ২০২৪, 9:07 PM
তালতলীতে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বরগুনার তালতলীতে সাইদুর রহমান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র সাইদুর রহমানের পরিবারের সদস্যরা।
নিখোঁজ সাইদুর রহমান উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের মনির হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তী ছোটবগী মোহাম্মদীয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় নিখোঁজ সাইদুর রহমানের বাবা মনির হাওলাদার গতকাল মঙ্গলবার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজ সাইদুর রহমানের বড় ভাই আসাদুল বলেন, ঈদের ছুটি শেষে গত সোমবার ২৪ জুন সাইদুর রহমানকে বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে আসি। পরে শুক্রবার ওর জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে শিক্ষকরা জানান সাইদুর রহমান মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি।
মাদ্রাসার শিক্ষক হাফেজ ইদ্রিস মিয়া বলেন, ঈদের ছুটির পর সাইদুর রহমান মাদ্রাসায় আসে নাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।