ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুশীলনে যোগ দিলেন বাটলারের বিদ্রোহী ফুটবলাররা সারাদেশে সরকারি ফার্মেসি চালু হচ্ছে: কম দামে ওষুধ পাবে সাধারণ মানুষ বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত তালতলীতে নয়াদিগন্ত সাংবাদিকসহ ৩ সাংবাদিকের উপর হামলা

তিন মাস ধরে উধাও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও।

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৪,  2:22 PM

news image
ছবি: প্রতিনিধি

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফায়জুর রহমান তিন মাস ধরে উধাও রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দুই দফায় শোকজ নোটিশ করলেও তিনি হাসপাতালে যোগদান করেননি। 

হাসপাতাল সুত্রে জানাগেছে, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে ডাঃ ফায়জুর রহমান গত ২৯  ফেব্রæয়ারী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  যোগদান করেন। কিন্তু যোগদান করার পরেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত না করে চলে যান। গত তিন মাসেও তিনি হাসপাতালে আসেননি। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দুই দফায় শোকজ নোটিশ করেছেন। কিন্তু কোথায় আছেন তার হদিস পাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। গত পয়েলা জুন তাকে দ্বিতীয় দফায় শোকজ নোটিশ করা হয়েছে। তিনি হাসপাতালে না আসায় ভোগান্তির স্বীকার হতে হচ্ছে আমতলীর মানুষ। তার হদিস না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তার বেতনভাতা বন্ধ করে রেখেছেন। ডাঃ ফায়জুর রহমানের বাড়ী ব্রাক্ষণবাড়িয়া জেলায়। 

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় সিকদার বলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফায়জুর রহমানকে দুই দফায় শোকজ নোটিশ দেয়া হয়েছে এবং তার বেতনভাতা বন্ধ রাখা হয়েছে।  

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন