পাথরঘাটায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
নিজস্ব প্রতিনিধি
০৪ নভেম্বর, ২০২৪, 11:14 PM

নিজস্ব প্রতিনিধি
০৪ নভেম্বর, ২০২৪, 11:14 PM

পাথরঘাটায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
বরগুনা পাথরঘাটা উপজেলায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকালে তালুকের চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালুকের চরদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন কৃষ্ণ হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারশার এগ্রোভেট এর বরগুনা জেলার দায়িত্বে নিয়োজিত টেরিটোরি অফিসার মোঃ খাইরুল ইসলাম, স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,তালুকের চড়দুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় সচেতন মানুষ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের বরগুনা জেলার সভাপতি মো হাফিজুর রহমান বলেন,"দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ে বিভিন্ন আলোচনা করেন, এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তত একটি করে গাছের চারা লাগানোর জন্য অনুরোধ করেন। স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃফারুক রহমানকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন বাংলাদেশের অনেক দুস্থ অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। স্বপ্নযাত্রা একথা ফাউন্ডেশনকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।।