পাথরঘাটায় লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর, ২০২৪, 6:05 PM
নিজস্ব প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর, ২০২৪, 6:05 PM
পাথরঘাটায় লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার
বরগুনার পাথরঘাটায় জালে পেচানো অবস্থায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে পাথরঘাটা বন বিভাগের সদস্যরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড কলেজের পিছনে খালের পাড়ে জালে পেচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে পাথরঘাটার একটি সংরক্ষিত বনে উদ্ধারকৃত অজগর সাপটিকে অবমুক্ত করা হয়।
পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খান বাড়ির বাগানে সালমা বেগম নামের এক নারী দেখতে পায়। তখন সাপটি ফোঁস ফোঁস করে শব্দ করতে থাকে। এ সময় ওই নারী ভয়ে পেয়ে দৌড় দিয়ে বাড়ির মধ্যে যায়। পরে আমাদের খবর দিলে বন বিভাগকে জানালে, তারা এসে সাপটি উদ্ধার করে।
বন বিভাগের উদ্ধারকর্মী বোটম্যান চিন্ময় মজুমদার বলেন, এটি একটি অজগর সাপ। আমরা উদ্বার করে পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হয়েছে।