বরগুনায় "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা'র একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিনিধি
১৯ আগস্ট, ২০২৪, 6:39 PM
নিজস্ব প্রতিনিধি
১৯ আগস্ট, ২০২৪, 6:39 PM
বরগুনায় "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা'র একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
"সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ" এই পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা'র আয়োজনে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় বরগুনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর ন্যায় আজ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) সকাল এগারোটায় গৌরীচন্না নওয়াব সলিমুল্লা মাধ্যমিক বিদ্যালয় এবং দুপুর বারোটায় বরগুনা জেলা স্কুলে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর ন্যায় ঝাউগাছ, ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান খান, নওয়াব সলিমুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, দীপ্ত টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মোঃ শাহ্ আলী,"উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা'র প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান।
"উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা"র কার্য নির্বাহী সদস্য রাকিব মাহমুদ নিলয় বলেন, "সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ" এই পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ- প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে আজকে বরগুনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল ও ফলজ গাছ রোপণ করেছি।
উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা' ( উসসাস) এর অর্থ সম্পাদক হাফিজ আল আসাদ নোমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিক্ষরোপণ কর্মসূচি একটাই কারণ, আমাদের দেখে যেন উদ্বুদ্ধ হয়। যাতে করে শিক্ষার্থীরা এটাকে মনে প্রাণে ধারন করে সবাই যার যার জায়গা থেকে তাদের বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করে। এবং তখনই আমরা প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করতে পারবো।
বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন, জেলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ অহাব, "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা" ( উসসাস) এর সিঃ সহ-সভাপতি মোঃ ইয়াকুব, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, কার্যনির্বাহী সদস্য রাকিব মাহমুদ নিলয়, হাফিজ আল আসাদ নোমান, ''উসসাসে'র সেচ্ছাসেবী টিমের সদস্য মাহদি ইসলাম সালমান সহ প্রমুখ।