বরগুনায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
১১ জুলাই, ২০২৪, 7:46 PM
নিজস্ব প্রতিনিধি
১১ জুলাই, ২০২৪, 7:46 PM
বরগুনায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার
বরগুনা সদর হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের মধ্যে চলাচলকারী রাস্তার ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে হাসপাতালের হারুন মিয়া নামের একজন পরিচ্ছন্ন কর্মী।
বুধবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে রাখা ডাস্টবিনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
হারুন মিয়া বলেন, ময়লা পরিষ্কার করার জন্য যাই তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে কাছে গিয়ে দেখি পলিথিনে মোড়ানে এক শিশু জীবিত অবস্থায় শিশুটি পড়ে আছে। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসকিয়া সিদ্দিকী জানান, বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাহিরে পলিথিনে মোড়ানো এক নবজাতক। তাৎক্ষণিক শিশুটি উদ্বার করে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে এক নজর দেখার জন্য ভিড় জমায়।
ডাঃ তাসকিয়া সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ২ দিন হতে পারে। শরীরে পিপড়া আক্রান্ত। বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে। এব্যাপারে আইনগত যা করণীয় তা করা হবে।