বরগুনায় দুর্যোগ বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি
২৭ ডিসেম্বর, ২০২৪, 11:14 PM

নিজস্ব প্রতিনিধি
২৭ ডিসেম্বর, ২০২৪, 11:14 PM

বরগুনায় দুর্যোগ বিষয়ক কর্মশালা
বৃহস্পতিবার বিকেলে জাগোনারীর আয়োজনে পাঠশালা ট্রেনিং সেন্টারে বিপদাপন্ন জনগোষ্টির প্রোফাইল ভ্যালিডেশন কর্মশালার আয়োজন করা হয়।
ডিউক ইবনে আমিন, পরিচালক ও ডিজাষ্টার ফোকাল জাগোনারীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা এনডিসি আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন, বরগুনা লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা দুর্যোগ বিষয়ক কমিটির সদস্য জাকির হোসেন মিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু।
উন্নয়ন সংস্থা জাগোনারী বরগুনা জেলার বিপদাপন্ন জনগোষ্টির একটি প্রোফাইল তৈরী করে যা কর্মশালায় উপাস্থাপন করা হয়। বিপদাপন্ন জনগোষ্টির প্রোফাইলের উদ্দেশ্য হচ্ছে দুর্যোগ পরবর্তি সময়ে যাতে করে দ্রততার সাথে বিপদাপন্ন জনগোষ্টিকে সাড়া প্রদানের মাধ্যমে ঝুকিঁ হ্রাস করা যায়।
এছাড়াও বরগুনা জেলার একটি আপদকালিন পরিকল্পনা তৈরী করে। এই পরিকল্পনা দুর্যোগের ঝুকিঁ হ্রাসে সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। কর্মশালায় বিপদাপন্ন জনগোষ্টির প্রোফাইল উপাস্থাপন করেন দেবাশিষ কর্মকার, প্রকল্প কর্মকর্তা, জাগোনারী বরগুনা ।
আন্তজার্তিক দাতা সংস্থা অক্সফামের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ও ফুলঝুরী ইউনিয়নে, দুর্যোগের ঝুকিঁ মোকাবেলা (এ,সি,টি) প্রকল্পের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করছে।