ঢাকা ২৫ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত‌্যুফাঁদ তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরগুনায় ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট উদ্বার, ২ জনের কারাদন্ড ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা বালান পুরুষরা কেন আগে প্রেমে পড়ে? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য ইসলামের দৃষ্টিতে প্রতিবাদ করাও ইবাদত তিন দশক পর ট্যারিফ বাড়ল চট্টগ্রাম বন্দরে, খরচ বাড়বে ব্যবসায়ীদের বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশালের রাষ্ট্রীয় যাত্রীবাহী বিমান আল-জাজিরার অনুসন্ধান ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বরগুনায় প্রার্থীর স্ত্রীর উপর হামলার অভিযোগ।

#

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২৪,  6:24 PM

news image

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর হামলা ও প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কাছে অভিযোগ করেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুস সোবাহান। রোববার দুপুর এক টার দিকে তিনি এর অভিযোগ দেন। পর বিকেল তিনটার দিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়নে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে হেলিকাপ্টার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান তার বক্তব্যে বলেন, রবিবার ১২ মে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে তার প্রতিকের প্রচারণা করতে জান তার স্ত্রী সহ বেশ কয়েকজন মহিলা কর্মী। এ সময় মটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের সমর্থক সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী শরীফের ছেলে জাফর শরীফ, আজিম শরীফসহ ৮/১০জন লোক তার প্রচারণায় বাধা দেয়। তার স্ত্রীসহ মহিলা কর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং এলাকা থেকে বের করে দেয়। এঘটনায় তিনি প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার বিষয়ে কথা বলার জন্য মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নাতি ফোন ধরেরনি ।

বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুস সোবাহান তার নির্বাচনীয় প্রচার প্রচারণায় বাধা দেয়ার একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে নির্বাচনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন