ঢাকা ০৮ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন তালতলীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকে মাহির ইঙ্গিতপূর্ণ পোস্ট বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান আমাদের লক্ষ ৩০০ আসনে প্রার্থী দেওয়া: সারজিস প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার বিক্ষোভে উত্তাল তুরস্ক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ঐতিহাসিক দলিল সেন্সর পেল শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’

বরগুনায় প্রার্থীর স্ত্রীর উপর হামলার অভিযোগ।

#

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২৪,  6:24 PM

news image

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর হামলা ও প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কাছে অভিযোগ করেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুস সোবাহান। রোববার দুপুর এক টার দিকে তিনি এর অভিযোগ দেন। পর বিকেল তিনটার দিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়নে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে হেলিকাপ্টার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান তার বক্তব্যে বলেন, রবিবার ১২ মে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে তার প্রতিকের প্রচারণা করতে জান তার স্ত্রী সহ বেশ কয়েকজন মহিলা কর্মী। এ সময় মটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের সমর্থক সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী শরীফের ছেলে জাফর শরীফ, আজিম শরীফসহ ৮/১০জন লোক তার প্রচারণায় বাধা দেয়। তার স্ত্রীসহ মহিলা কর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং এলাকা থেকে বের করে দেয়। এঘটনায় তিনি প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার বিষয়ে কথা বলার জন্য মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নাতি ফোন ধরেরনি ।

বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুস সোবাহান তার নির্বাচনীয় প্রচার প্রচারণায় বাধা দেয়ার একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে নির্বাচনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন