বরগুনায় মটরস পার্টসের দোকানে অগ্নিকাণ্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধি
১২ জুলাই, ২০২৪, 7:27 PM
নিজস্ব প্রতিনিধি
১২ জুলাই, ২০২৪, 7:27 PM
বরগুনায় মটরস পার্টসের দোকানে অগ্নিকাণ্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বরগুনায় মটরস পার্টসের দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টার দিকে বরগুনা পৌরসভার টাউনহল এলাকার মেসার্স জুয়েল মটরস্ নামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, একেতো শুক্রবার, তার ওপরে বরগুনায় সকাল থেকে বৃষ্টি পড়ায় শহরের অধিকাংশ দোকানই বন্ধ ছিল। এ অবস্থায় জুয়েল মটরস্ নামে দোকানটির পিছন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দোকানের মালিককে ফোন দেয়ার পাশাপাশি ফাসার সার্ভিস খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক মো. মালিক জুয়েল হাওলাদার বলেন, ‘বরগুনার বিভিন্ন স্থানে আমি বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ পাইকারি দরে বিক্রি করি। অগ্নিকাণ্ডে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শামিম রেজা সময় সংবাদকে বলেন, শহরের টাউনহল এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।