ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরগুনায় মাদক ব্যবসায়িদের হামলায় সাংবাদিক আহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২৪,  3:58 PM

news image
বরগুনায় মাদক ব্যবসায়িদের হামলায় সাংবাদিক আহত

বরগুনায় মাদক ব্যবসায়িদের হামলায় এটিএন নিউজের বরগুনা সংবাদদাতা মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন।

মাদক মামলায় বিভিন্ন সময়ে হাজতে থাকা বরগুনা কাঠপট্টির বিনয় চন্দ্র সরকারের ছেলে শিশির চন্দ্র সরকার ও তার ভাই তপু সরকারের নেতৃত্বে শুক্রবার সন্ধায় এই হামলা হয়। শুক্রবার সন্ধায় তার উপর দফায় দফায় হামলার পরে বরগুনা প্রেসক্লাবে আশ্রয় নেন মাসুম। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেও তার উপর হামলা করে তপু ও শিশির। আহত সাংবাদিক মাসুম বিল্লাহ বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জানা যায়, বরগুনা পৌরমার্কেটে গনঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয় এটিএন বাংলার বরগুনা সংবাদদাতা মাসুম বিল্লাহকে। ওই অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানকে বাধাগ্রস্থ করার চেষ্টা করে মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী শিশির সরকার। এ সময় মাসুম বিল্লাহ ভিডিও করা শুরু করলে তার উপর চড়াও হয় শিশির এরপর গনঅধিকার ফোরামের নেতৃবৃন্দের সাথে শিশিরের হাতাহাতি হয়। কিছুক্ষণ পরে শিশির ও তার বড় ভাই তপু সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে মাসুমের উপর দফায় দফায় হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে। এরপর মাসুমকে কয়েকজন প্রেসক্লাবে নিয়ে আসার পরে প্রেসক্লাবের সামনে পুলিশ তাকে উদ্ধার করতে আসে।  পুলিশের সামনেও তার উপর হামলা করে তপু ও শিশির। পরে পুলিশ তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গনঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন