বরগুনায় ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট উদ্বার, ২ জনের কারাদন্ড
জেলা সংবাদদাতা
২৫ জুলাই, ২০২৫, 5:17 PM

জেলা সংবাদদাতা
২৫ জুলাই, ২০২৫, 5:17 PM

বরগুনায় ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট উদ্বার, ২ জনের কারাদন্ড
নৌবাহিনীর এক বিশেষ অভিযানে বৃহস্পতিবার সকালে ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট উদ্বার করেছে নৌবাহিনী। বরগুনা শহরের চরকলোনী এলাকার( নদীর পাশের রাস্তার) মাহতাব মোল্লার বাড়ীর নিচতলায় একটি রুম থেকে সকাল ১০ টায় এক সিগারেট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ করে নৌবাহিনী।
দুই জন কে আটক করা হয়েছে । এ অভিযানে নেতৃত্ব দেন সাব লেফটেন্যান্ট সাদমান আবদুল্লাহ এক্স ( বিএন)। জব্দকৃত সিগারেট হচ্ছে, কিংস সিগারেট ৯১ হজার ৬০০পিচ ,ইনডো ব্লাক ৩০০০ পিচ মোট টাকার পরিমান ৪ লক্ষ ৮৮ হাজার টাকা। পরে সিগারেট গুলো আগুন দিয়ে পুরিয় দেয়া হয়েছে।
আটক কৃত ব্যবসায়ী কামাল হোসেন কে ৬ মাসের কারাদন্ড ও আহমেদ রিদয় কে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, রাজস্ব ফাকি দিয়ে দির্ঘদিন যাবত সিগারেট বাবসা চালিয়ে আসছিল।