ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপি'র সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে হামলা

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২৪,  7:31 PM

news image
বিএনপি'র সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে হামলা

বরগুনার আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল-সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে  হামলায় গুরুতর আহত হয়েছেন গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির পঞ্চায়েত। সোমবার রাতে গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী ব্রিজ এর কাছে  এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সোমবার আমতলী উপজেলা বিএনপির আহবায়ক তুহিন মৃধার নেতৃত্ব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে উপজেলা বিএনপির একাংশ। ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির পঞ্চায়েত রওনা হলে সমাবেশে যেতে বাঁধা দেন গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি রফিক বিশ্বাস, মনির ঘরামী সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা। বাঁধ উপেক্ষা করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল-সমাবেশে যোগদেন হুমায়ূন কবির। মিছিল-সমাবেশ শেষ করে সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে খেকুয়ানী বাজার এলাকায় তার গাড়ির গতি রোধ করে বেদম মারধর করে।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত হুমায়ুন কবির পঞ্চায়েত বলেন, বিএনপি'র বহিষ্কৃত নেতা জালাল ফকিরের অনুসারী গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিক বিশ্বাস, মনির ঘরামী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগদিতে বাঁধ প্রদান করেন তারা। তাদের বাঁধা উপেক্ষা করে সমাবেশে শেষ করে বাড়ি ফেরার পথে খেকুয়ানী ব্রিজ কাছে এলে আমার মোটরসাইকেলের গতিরোধ করে রফিক বিশ্বাস সহ আওয়ামী লীগের নেতারা আমার উপর অতর্কিত হামলা চালায়। সিমেন্ট কেনার  জন্য আমার সাথে থাকা সাড়ে তিন লক্ষ টাকা তার ছিনিয়ে নিয়ে যায়। 

গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রফিক বিশ্বাসের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তার ব্যবহারিত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

উপজেলা বিএনপি'র আহবায়ক মোঃ তুহিন মৃধা বলেন, হুমায়ুন কবিরের উপর হামলার ঘটনা দুঃখজনক। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুন না কেন তাদের শাস্তি হওয়া উচিত।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন