ঢাকা ১৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৬ দিন ধরে প্রেমিকার অবস্থান, খবর পেয়ে পালালেন প্রেমিক

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  5:12 PM

news image
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৬ দিন ধরে প্রেমিকার অবস্থান, খবর পেয়ে পালালেন প্রেমিক

রং নাম্বারে পরিচয় ২ বছর পর দুজনের দেখা। প্রেমিক সুমানের কথা মতো দেখা করতে বগুড়া থেকে ঢাকায় আসেন প্রেমিকা। এরপর মন দেওয়া নেওয়া বিয়ের দাবি নিয়ে সুমানের বাড়িতে অবস্থান করছেন ওই যুবতী।

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৬ দিন ধরে অবস্থান করেছেন ৪০ বছর বয়সী এক যুবতী। গত ১ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার ৫ নং বড়বগী  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আগাঠাকুর পাড়া গ্রামের মৃত আ. সালামের ছেলে মো. সুমন (২৭) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই তরুণী জানিয়েছেন, প্রেমিক সুমন বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাবেন না। এদিকে সুমন তার বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ার পর পরই ঘর থেকে পালিয়েছেন।

জানা গেছে, বগুড়ার জেলার গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামের ওই যুবতীর সাথে দীর্ঘ ২ বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য প্রেমিক সুমনকে চাপ দেয়। কিন্তু প্রেমিক সুমন তাকে বিয়ে না করার জন্য নানা তালবাহানা করতে থাকেন। ফলে গত ১ সেপ্টেম্বর সকালে থেকেই প্রেমিককে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান শুরু করেন ওই যুবতী।

সুমনের মা জানান, ওই মেয়ে এই এলাকার অনেক ছেলেদের সাথে কথা বলেছে। এরপর আমার মেয়ের সাথে কথা বলে তার সাথে বন্ধুত্ব করেছে। এরপর আমার ছেলের মোবাইল নাম্বার নিয়ে ২ মাসের মত কথা বলেছে। তারপরে ওই মেয়ে ঠিকানা নিয়ে আমার বাড়িতে এসেছে বিয়ের দাবিতে অবস্থান করেছেন।

ওই এলাকার ইউপি সদস্য আনোয়ার খান বলেন, খবর পেয়ে সুমনের বাড়িতে গিয়ে মেয়ের বক্তব্য শুনলাম সে সুমনকে বিয়ে করতে চায়। অন্যদিকে সুমনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না তার কোন খবরও পাওয়া যাচ্ছে না।

তালতলী থানার (ওসি) মো.শহিদুল ইসলাম খান বলেন,এ বিষয়ে আমরা খবর পাইনি তবে খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#


logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন