বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
২৬ মে, ২০২৪, 10:56 PM
স্পোর্টস ডেস্ক
২৬ মে, ২০২৪, 10:56 PM
বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে শুরুর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বিশ্বকাপে গতবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া। ধারণা করা হয়েছিল কোরিয়া কঠিন প্রতিপক্ষ হতে পারে। কিন্তু আজ প্রথম ম্যাচে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে পাত্তাই পায়নি অতিথিরা। বাংলাদেশ ৬৭-২২ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে।
প্রথম ম্যাচেই বাংলাদেশ ৬ বার দক্ষিণ কোরিয়াকে অলআউট করেছে। এর মধ্যে বিরতির আগে ছিল দুইবার। বাংলাদেশ আধিপত্য করে প্রথম ম্যাচেই জিতেছে। মিজানুর রহমান ম্যাচসেরা হয়েছেন।
ম্যাচের শুরুতে ২-০ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। একপর্যায়ে দক্ষিণ কোরিয়া ৫-৫ এ সমতায় ফিরে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয়। তবে যতটা আশা জাগিয়েছিল, ততটা হয়নি। এরপর কিছু করে দেখাতে পারেনি কোরিয়া। প্রথমার্ধে ২৪-১১ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে ছিল।
আর্দুজ্জামান-জিয়াউরদের সামনে একপর্যায়ে অসহায় হয়ে পড়ে। রেইডার মিজানুর রহমান তো কয়েকবার একাই সুপার রেইড দিয়ে প্রচুর পয়েন্ট নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত একের পর এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে বড় জয় নিয়ে কোর্টে উচ্ছ্বাস করেছে।
‘এ’ গ্রুপে কাল বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।
এর আগে বঙ্গবন্ধু কাপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এসময় কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। দলগুলো অংশ নিয়েছিল মার্চপাস্টে।