মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন, ২০২৪, 8:33 PM
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন, ২০২৪, 8:33 PM
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স
সিঙ্গাপুর: মাঝ আকাশে উড়োজাহাজে ঝাঁকুনির ঘটনায় আহত যাত্রীদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত সব যাত্রীকে ১০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেয়া হবে। তবে যেসব যাত্রী গুরুতর অসুস্থ, তাদের প্রয়োজন অনুসারে আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণ দেয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিটির একটি অংশে বলা হয়েছে, ‘যেসব যাত্রী গুরুতর অসুস্থ হয়েছেন ও যাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন, তাদের প্রাথমিকভাবে ২৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া হবে।’
এরআগে গত ২১ মে লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইট এসকিউ-৩২১ মিয়ানমারের আকাশ সীমানায় তীব্র ঝড়ের কবলে পড়লে অতিরিক্ত ঝাঁকুনিতে ৭৩ বছর বয়সি এক যাত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং আহত হন কমপক্ষে ৩০ জন। ফ্লাইটটি ব্যাংককে জরুরি অবতরণের পর যাত্রীদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বেশির ভাগ যাত্রীই মেরুদণ্ড, মস্তিষ্ক ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা যায়।
সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উড়োজাহাজে থাকা সব যাত্রীকে তাদের টিকেটের টাকা ফেরত দেয়া হবে। তবে ক্ষতিপূরণ পেতে কোনো কারণে বিলম্ব হলে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা যুক্তরাজ্যের আইন অনুসারে ‘বিলম্ব ফি’ ক্ষতিপূরণের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে।