ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদক সেবনের টাকা না দেওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন।

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৪,  5:42 PM

news image
মাদক সেবনের টাকা না দেওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন।

মাদক সেবনের টাকা না দেয়ায় স্বামী সগির উল্লাহ বশির (৩৮) স্ত্রী নিপা আক্তারকে অমানষিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্ত্রী নিপা আক্তার স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। স্বামীর নির্যাতন সইতে না পেয়ে স্ত্রী নিপা বেগম স্বামী বশির উল্লাহ বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেছেন। ওই মামলা তুলে নিতে স্ত্রীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।  ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডে রবিবার রাতে।

জানাগেছে, ২০০৯ সালে উপজেলার তারিকাটা গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে নিপা আক্তারের সঙ্গে আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের আনিছুর রহমানের ছেলে মোঃ সগির উল্লাহ বশিরের বিয়ে হয়। বিয়ের পওে স্ত্রী জানতে পারেন স্বামী সগির উল্লাহ মাদক সেবনকারী। তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে স্ত্রী নিপা আক্তার বেশ চেষ্টা চালায়। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয় বলে জানান তিনি। তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকের মামলা রয়েছে। এ দস্পতির দুইটি সন্তান রয়েছে। রবিবার রাতে স্ত্রী নিপাকে আমতলী বন্দর প্রাইমারী স্কুল সড়কে ডেকে নেয় স্বামী সগির উল্লাহ বশির। পরে তার কাছে মাদক সেবনের টাকা দাবী করে। স্ত্রী মাদক সেবনের টাকা দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধরক মারধর করে। খবর পেয়ে তার বাবা মনোয়ার হোসেন তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনার নিপা আক্তার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও গত ১৬ জুলাই স্বামী সগির উল্লাহ বশির স্ত্রী নিপাকে তার বাবার কাছ থেকে ব্যবসার কথা বলে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করেন। ওই টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী সগির তাকে বেধরক মারধর করে। এ ঘটনার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন স্ত্রী নিপা। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রীকে তদন্তের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা  ফেরদৌসি আক্তার ঘটনার সত্যতা পেয়ে স্বামী সগির উল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। ওই মামলা তুলে নিতে স্ত্রীকে  প্রাণ নাশের হুমকি দিচ্ছে। 

নিপা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী একজন মাদকসেবনকারী। প্রায় দিনই ঘরে মাদক সেবনের আড্ডা বসায়। আমি এতে বাঁধা দিলে আমাকে অমানষিক নির্যাতন করে। বিয়ের পর থেকে গত ১৫ বছর যাবৎ একই কাজ করে আসছেন তিনি। তিনি আরো বলেন, মাদক সেবনের টাকা না দিলেই আমার ওপর নির্যাতন চালায়। গত বরিবার রাতে আমার কাছে মাদক সেবনের টাকা দাবী করে। আমি টাকা দিতে রাজী না হওয়ার আমার ওপর অমানষিক নির্যাতন করেছে। এছাড়াও গত ১৬ জুলাই ব্যবসার কথা বলে আমার কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। আমি ওই টাকা নিতে রাজি না হওয়ার আমাকে মারধর করে বাড়ী থেকে তারিয়ে দিয়েছে। ওই ঘটনার আমি মামলা করেছি। এখন আমাকে মামলা তুলে নিতে প্রাণ নামের হুমকি দিচ্ছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।  

মেয়ের বাবা মনোয়ার হোসেন বলেন, মেয়েকে জামাতা সগির উল্লাহ বশির ডেকে নিয়ে মারধর করছে।  খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে আনি। জামাতা সগির গত বছর প্রায় চার মাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র রিহাবে ছিল। কিন্তু তার মাদক সেবন বন্ধ করা যাচ্ছে না। তিনি আরো বলেন, মাদক সেবনের টাকা না দিলে আমার মেয়ের ওপর অমানষিক নির্যাতন চালায় জামাতা। আমি এ মাদবসেবনকারীর শাস্তি দাবী করছি।  

স্বামী সগির উল্লাহ বশিরের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।   

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন