র্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
১৮ মে, ২০২৪, 1:06 AM
অনলাইন ডেস্ক
১৮ মে, ২০২৪, 1:06 AM
র্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র
বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বৃহস্পতিবার (১৬ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
বেদান্ত প্যাটেল বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। র্যাবের আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
গত মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি মার্কিন বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত। এটি হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর) থেকে স্বাধীন ও পৃথক। তারা স্বাধীনভাবে কাজ করে।’
সালমান এফ রহমান বলেন, ‘হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে, তবে তা বিচার বিভাগের ওপর নির্ভর করছে।’