ঢাকা ০৮ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন তালতলীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকে মাহির ইঙ্গিতপূর্ণ পোস্ট বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান আমাদের লক্ষ ৩০০ আসনে প্রার্থী দেওয়া: সারজিস প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার বিক্ষোভে উত্তাল তুরস্ক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ঐতিহাসিক দলিল সেন্সর পেল শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’

সাংসদ নির্বাচনে হেরে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২৪,  9:07 PM

news image
সাংসদ নির্বাচনে হেরে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনে অল্প ভোটে হেরে আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। তার প্রাপ্ত ভোট ৩৭হাজার এক’শ ৮৮। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এলমান আহমেদ সুহাদ পেয়েছেন ১০ হাজার আট’শ ৯১ ভোট। ফোরকান ২৬ হাজার দুই’শ ৯৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান অল্প ভোটে আরেক স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক  গোলাম সরোয়ার টুকুর সঙ্গে হেরে যান। পরে তিনি আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে গোলাম সরোয়ার ফোরকান ৩৭ হাজার এক’শ ৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এলমান আহমেদ সুহাদ ১০ হাজার আট’শ  ৯১ ভোট পেয়েছেন। ২৬ হাজার দুই’শ ৯৭ ভোট বেশী পেয়ে গোলাম সরোয়ার ফোরকান বিজয়ী হয়েছেন। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বে-সরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোনকান বিজয়ী হয়েছেন।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন