সাবেক এমপিএ’র মৃত্যুতে শোক সভা।
নিজস্ব প্রতিনিধি
১৯ আগস্ট, ২০২৪, 6:41 PM
নিজস্ব প্রতিনিধি
১৯ আগস্ট, ২০২৪, 6:41 PM
সাবেক এমপিএ’র মৃত্যুতে শোক সভা।
আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক এমপিএ আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন তালুকদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক এমএ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মেহবাহ উদ্দিন আহম্মেদ ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান সিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, মোঃ রফিকুল আকন। বিদ্যালয় সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক হাওলাদার, মোঃ মজিবুর রহমান, কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিন মাহমুদ, মোঃ নুরুল ইসলাম কাওসার, ইমতিয়াজুর রহমান ও শিক্ষার্থী ইয়াহিয়া আল রাজি প্রমুখ।
উল্লেখ মরহুম মফিজ উদ্দিন তালুকদার আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।