ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহার দাবীতে মানববন্ধন বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান বিজয় দিবস উদযাপন শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা আত্মহত্যায় প্ররোচনা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের কিভাবে রাশমিকা মান্দানা সৌন্দর্য্য ধরে রেখেছেন তালতলীতে গনঅধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা বরগুনায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সৌদি যাওয়ার তিনদিন পরে প্রবাসীর মৃত্যু। লাশের মুখ দেখতে চায় মা,স্ত্রী সন্তান।

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২৪,  9:53 PM

news image
সৌদি যাওয়ার তিনদিন পরে প্রবাসীর মৃত্যু। লাশের মুখ দেখতে চায় মা,স্ত্রী সন্তান।

বরগুনা জেলার তালতলী উপজেলার  বড়বগী  ইউনিয়নের চরপাড়া গ্রামের মোঃ বায়েজিদ হাওলাদার   (৩৫ )  নামে এক যুবক সৌদি আরব যাওয়ার তিনদিনের মাথায় মৃত্যু বরন করেছেন বলে পরিবার নিশ্চিত করছেন। গত ১৭ অক্টোবর রাত ১ টায় সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন তিনি।  এর তিনদিন পরে ২০ অক্টোবর  সৌদি আরবের রিয়াদ শহরে মারা যান বায়েজিদ।   মৃত্যু  বায়েজিদ বড়বগী ইউনিয়নে চরপাড়া গ্রামের মোঃ ইউনুছ হাওলাদারের পুত্র । সোমবার বায়েজিদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পবিবারসহ এলাকায় নেমে আসে শোকের মাতম।

  জানা গেছে ,পরিবারে সদস্যদের ভালো রাখতে কাজের সন্ধানে প্রবাসে পারি দেন বায়জিদ।  সৌদি আরবে যাওয়ার তিনদিন পরে ঘুমানোর বিছানায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি লাশটা একবার দেখতে চায় তার মা,  স্ত্রী ও সন্তান। এখন লাশ দেশে আনতে অর্থের প্রয়োজন। সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।

 বায়েজিদের মা মোসাঃ রাহিমা বেগম কান্না জনিত কন্ঠে বলেন,আমি অনেক দিন ধরে অসুস্থ আমার চিকিৎসার পিছনে অনেক টাকা ব্যয় করেছেন। প্রতি মাসে আমার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা মতো প্রয়োজন হয়।পরিবারের চিন্তা করে ধার দেনা,লোন করে সৌদি আরবে যায় আমার ছেলে। আজকে খবর পেলাম যাওয়ার তিনদিন পরেই মৃত্যু হয়। আমি একবার আমার ছেলের লাশের মুখটা দেখতে চাই। সকলে কাছে বায়েজিদের মা সহযোগিতা চেয়েছেন ছেলের লাশটা যাতে দেশে আনতে পারেন। 

মৃত্যু বায়েজিদের স্ত্রী সিমু বেগম স্বামীর মৃত্যুর খবর শুনে পাগল প্রায়। বার বার আজ্ঞান হয়ে পরছেন। অবুঝ সন্তান বাবার লাশ দেখার আকুতি করছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠছে। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ.কামাল খান বলেন, প্রবাসীর মৃত্যুর খবর তার পরিবারের কেউ আমাদের কাছে জানায়নি। তারা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে। 

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন