হারভেস্টার মেশিন প্রবেশে বাঁধা,পাকা ধান নিয়ে বিপাকে কৃষক
নিজস্ব প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৪, 6:27 PM
নিজস্ব প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৪, 6:27 PM
হারভেস্টার মেশিন প্রবেশে বাঁধা,পাকা ধান নিয়ে বিপাকে কৃষক
বরগুনার আমতলীতে হারভেস্টার মেশিন প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের নুরুজ্জামান মোল্লা ও শহিদুল মোল্লার বিরুদ্ধে। এতে পাকা ধান নিয়ে বিপাকে পরেছেন কৃষকরা। ধান মাঠে পেকে ঝড়ে গেলেও মেশিনের অভাবে কৃষকরা ধান কাটতে পারছেন না। দ্রুত নুরুজ্জামান মোল্লা ও শহিদুল মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন কৃষকরা।
জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের বিনা-১৭ ধান চাষ করেছেন কৃষকরা। ওই ধান গত ৮ দিন আগেই কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের নুরুজ্জামান মোল্লা ও শহিদুল মোল্লা ও তার সহযোগীরা ওই এলাকায় হারভেস্টার মেশিন প্রবেশে বাঁধা দিচ্ছে। কৃষকদের অভিযোগ নুরুজ্জামান মোল্লা ও শহিদুল মোল্লা ও তার সহযোগীরা সিন্ডিকেট করে তাদের হারভেস্টার মেশিন দিয়ে ওই এলাকার ধান কাটবেন। অন্য কোন মেশিন তারা এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না। এ বিষয়ে গতকাল সোমবার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় মোহাম্মদ অলিদ মিয়ার স্ত্রী সালমা বেগম।
কৃষক রাসেল বলেন, ২২ কড়া জমিতে বিনা - ১৭ ধান চাষ করেছি। ধান মাঠে পেকে নষ্ট হয়ে যাচ্ছে। হারভেস্টার মেশিনের অভাবে কাটতে পারছি না। তিনি আরো বলেন, নুরুজ্জামান মোল্লা ও শহিদুল মোল্লা ধান কাটার মেশিন এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না।
অলীদ মিয়া বলেন, আমি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতেছিলাম কিন্তু আমাকে নুরুজ্জামান মোল্লা ও শহিদুল মোল্লা ও তার সহযোগীরা ধান কাটতে নিষেধ করেছে। এ বিষয়ে আমার স্ত্রী সালমা বেগম আমতলী থানার লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ এসে তদন্ত করে গেছে।
এ বিষয়ে নুরুজ্জামান মোল্লা ও শহিদুল মোল্লা এলাকায় না থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।