ঢাকা ২৫ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকে বাঁকে মৃত‌্যুফাঁদ তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরগুনায় ৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট উদ্বার, ২ জনের কারাদন্ড ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা বালান পুরুষরা কেন আগে প্রেমে পড়ে? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য ইসলামের দৃষ্টিতে প্রতিবাদ করাও ইবাদত তিন দশক পর ট্যারিফ বাড়ল চট্টগ্রাম বন্দরে, খরচ বাড়বে ব্যবসায়ীদের বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশালের রাষ্ট্রীয় যাত্রীবাহী বিমান আল-জাজিরার অনুসন্ধান ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

হয়রানী করতেই মিথ্যা মামলায় আসামী!

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৪,  7:01 PM

news image
হয়রানী করতেই মিথ্যা মামলায় আসামী!

হয়রানী করতেই মিথ্যা মামলায় আসামী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা এমন অভিযোগ করেছেন। 

জানাগেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট পদত্যাগ শেষে দেশ ত্যাগ করেন। ওই দিন আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন দেওয়ান ও সিনিয়র যুগ্ম আহবায়ক  সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম মুসুল্লী গাজীপুর বন্দরের ব্যবসায়ী আবুল কালাম আজাদ হাওলাদারের দোকান লুটপাট, ভাংচুর ও দখল করে নেয়। এ ঘটনায় আবুল কালাম আজাদের ছোট ভাই মামুন হাওলাদার বাড়ী হয়ে আব্দুল বাতেন দেওয়ান ও নজরুল ইসলাম মুসুল্লীসহ ২০ জনের বিরুদ্ধে গত বুধবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা করায় বাতের দেওয়ার ও নজরুল ইসলাম ক্ষুব্ধ হন। এদিকে গত শনিবার রাতে আমতলী উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ এনে পৃথক পৃথক দুইটি মামলায় ৯৩ জনকে আসামী করা হয়। ওই মামলা দুইটির একটির বাদী উপজেলা ছাত্রদল আহবায়ক সোয়েব ইসলাম হেলালের দায়ের করা মামলায় আবুল কালাম আজাদের ছোট ভাই  সোহেল রানাকে ২০ নম্বর আসামী করা হয়। সোহেল রানার অভিযোগ এ মামলার সঙ্গে তিনি মোটেও জড়িত নন। হয়রানী করতেই তাকে মামলায় আসামী করা হয়েছে। এ মামলা দ্রæত প্রত্যাহারের দাবী জানান তিনি।

মামলার আসামী সোহেল রানা বলেন,  উপজেলা বিএনপির অফিস ভাংগাতো দুরের কথা আমি ওই অফিসই চিনি না। আমাকে হয়রানী করতেই এ মামলায় আসামী করা হয়েছে। দ্রæত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

মামলার বাদী সোয়েব ইসলাম হেলাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত বিধায় তাকে মামলায় আসামী করা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় ৯৩ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা হয়েছে। সোহেল রানা এ মামলার আসামী। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন