ঢাকা ১৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা: তৌহিদ মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা : স্পর্শিয়া গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জেনে নিন ব্ল্যাক কফি খাওয়ার কিছু উপকারিতা

২৭ বছর পর পর্দায় এক সঙ্গে কাজল-প্রভু দেবা

#

বিনোদন ডেস্ক

২৭ মে, ২০২৪,  10:13 PM

news image

আড়াই দশকের বেশি সময় পর পর্দায় এক সঙ্গে কাজ করতে চলেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার আলোচিত দুই অভিনয় শিল্পী কাজল এবং প্রভু দেবা। আর সেই সিনেমা থাকছে কলকাতার এক অভিনেতাও।

তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি বিশাল বাজেটের একটা কাজ নিয়ে আসছেন। আর অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করবেন এই পরিচালক। এ ছাড়া এই সিনেমায় প্রথমবারের মত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন কাজল। টাইমস অব ইন্ডিয়ার। কাজল এবং প্রভু দেবা ছাড়াও ওই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন ও আদিত্য শীল। এ ছাড়া কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তকেও উপ্পলাপতি তার নতুন সিনেমায় নিয়েছেন।

সিনেমার প্রকাশ না করে ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছেন উপ্পলাপতির নতুন কাজটি দিয়ে দীর্ঘ ২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল ও প্রভু দেবা। সর্বশেষ ১৯৯৭ সালে তামিল ছবি ‘মিনসারা কানাভু’তে অভিনয় করেছিলেন তারা। কাজল ও প্রভু দেবাকে নিয়ে উপ্পলাপতি বলেন, কাজল ম্যাম দারুণভাবে অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন।

বলা যায় এই প্রথম অ্যাকশন নিয়ে কাজ করলেন। তার উৎসাহের কমতি ছিল না। স্টান্টগুলো সুন্দরভাবে করেছেন। প্রভু স্যার নিজেও একজন পরিচালক তাই উনি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। ইতোমধ্যেই তারা হায়দরাবাদ এবং মুম্বাইতে শুটিংয়ের কাজ সেরে নিয়েছেন। আগামী সপ্তাহে টিজার আসতে পারে। সন্তান এবং বাবা মায়ের সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।

সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন হর্ষবর্ধন রামেশ্বরম। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্ব দিয়েছেন জিকে বিষ্ণু, যিনি এর আগে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন। আর সম্পাদক হয়েছেন নবীন নুলি। তিনি ‘পুষ্পা ২’ সিনেমার সম্পাদনাও করবেন বলে জানা গিয়েছে।

logo

প্রকাশকঃ মোঃ সাদ্দাম হোসেন