৬ জুন বেনজীর আহমেদ ও ৯ জুন স্ত্রী সন্তানদের দুদকে তলব
অনলাইন ডেস্ক
২৯ মে, ২০২৪, 2:58 AM
অনলাইন ডেস্ক
২৯ মে, ২০২৪, 2:58 AM
৬ জুন বেনজীর আহমেদ ও ৯ জুন স্ত্রী সন্তানদের দুদকে তলব
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপিকে তলবের নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুদক প্রধান কার্যালয় সূত্রে এ খবর জানা যায়।
দুদকের কমিশনার ( তদন্ত ) জহুরুল হক গণমাধ্যমকে বলেছেন, আমাদের অনুসন্ধান দল বেনজীর আহমেদকে তার সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। আগে সোমবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হবে কিনা তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
২৬ মে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন।
এর আগে ২৩ মে বেনজীর আহমেদের সম্পত্তির ৮৩টি দলিল জব্দের আদেশ দেন আদালত। সঙ্গে দেওয়া হয় ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ। এরমধ্যেই এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ’কে চিঠি দিয়েছে দুদক। এফডিআর, সঞ্চয়পত্রসহ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক, সাব-রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে।
বেনজীর আহমেদের স্ত্রী ও সন্তানের নামে বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে থাকা সম্পত্তি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত।