আমতলীতে হিরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার ।
নিজস্ব প্রতিনিধি
১৪ মে, ২০২৪, 4:28 PM
নিজস্ব প্রতিনিধি
১৪ মে, ২০২৪, 4:28 PM
আমতলীতে হিরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার ।
আমতলীতে হিরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বরগুনার ডিবি পুলিশ।
গোপন সংবাদের ওপর ভিত্তি করে ডিবি পুলিশের একটি চৌকাস বিশেষ দল এসআই জ্ঞান কুমার দাস ও এস আই রুবেল হাওলাদারের সঙ্গীয় ফোর্সসহ আমতলীর সদর ইউনিয়নে ১নং ওয়ার্ড দক্ষিণ পশ্চিম আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের চেষ্টা চালায়। তখন পুলিশের উপস্থিতি জানতে পেরে একজন কারবারি পালিয়ে গেলেও অন্য আরেক জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোসাঃ জেসমিন (২৭)। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৫ পিন হিরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে জেসমিনের স্বামী মোঃ রাসেল হাওলাদার পালিয়ে যায়।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম জানান, আসামিকে বরগুনা জেলা হতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল ডিবি হেফাজতে রাখা আছে। বশির আলম আরো জানান পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা অনুযায়ী বরগুনাকে মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত গড়ার লক্ষ্যে এবং যে কোন অপ্রিতীকর ঘটনা রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।